দেশভক্তির নজির! নিজের জমানো টাকা খরচ করে নেতাজির মূর্তি নির্মাণ করলেন অটোচালক

Mysepik Webdesk: দেশভক্তির অনন্য নজির গড়লেন উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা পেশায় অটোচালক অজয় কুণ্ডু। নিজের জমানো টাকা খরচ করে তিনি বানালেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি পাথরের মূর্তি। বসিরহাট ইছামতি ব্রিজের প্রবেশপথে গেলেই দেখতে পাওয়া যাবে সেই মূর্তি। সারাদিন অটো চালিয়ে তিনি যা আয় করেন, তার থেকে কিছুটা টাকা তিনি জমিয়ে রেখেছিলেন ছোটবেলা থেকেই নেতাজির আদর্শে বিশ্বাস করা অজয়বাবু। উদ্দেশ্য ছিল, সেই টাকা দিয়ে তিনি নেতাজির একটি মর্মর মূর্তি বানাবেন।
আরও পড়ুন: খুব শীঘ্রই দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ শেষ হবে, জানালেন রেলমন্ত্রী

সোমবার অজয়বাবুর বানানো মূর্তিটি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয়বাবুর স্ত্রী ছেলে-মেয়ে-সহ পরিবারের সদস্যরাও। উপস্থিত ছিলেন বিধায়ক দিপেন্দু বিশ্বাস, বাবুলাল সাঁধুখাও। আনন্দে আপ্লুত অজয় বাবু জানান, “ছোটবেলা থেকেই আমি বিভিন্ন শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি দেখতে পেতাম, বিশেষ করে কলকাতা তো বটেই। আর সেই দেখে আমিও অনুপ্রাণিত হয়েছিলাম। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম একদিন আমি নেতাজির মূর্তি স্থাপন করবো। দীর্ঘ পাঁচ বছর ধরে এই কাজের জন্যে আমি একটু একটু করে টাকা জমিয়েছি। চেয়েছিলাম বসিরহাটের প্রাণকেন্দ্রেই বসুক নেতাজির মূর্তি। এতদিনে আমার ইচ্ছা পূরণ হয়েছে।”