উঠে গেল দিল্লি-কলকাতা রুটে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা

Mysepik Webdesk: করোনা সংক্রমণ ঠেকাতে গত ৪ জুলাই থেকে মুম্বই, দিল্লি, সুরাট, আহমেদাবাদ, পুণে এবং চেন্নাই শহরের সঙ্গে কলকাতার বিমান চলাচল সপ্তাহে মাত্র তিনদিনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল। সেই কারণে কলকাতা-দিল্লি রুটের মধ্যে সপ্তাহে মাত্র তিনদিন সরাসরি উড়ান চালু ছিল। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। সোমবার নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এবার থেকে সপ্তাহে সাত দিনই দিল্লি-কলকাতা রুটে বিমান চলবে। বিমানের সংখ্যাও বাড়বে।
আরও পড়ুন: বড়দিনে বাড়বে কেকের দাম, আশঙ্কায় দিন গুনছেন শহরের কেক শিল্পীরা

এতদিন পর্যন্ত এই রুটে সপ্তাহে মাত্র তিন দিন বিমান পরিষেবা চালু ছিল। সংখ্যায় কম হলেও বেশ কয়েকটি বিমান সংস্থা সপ্তাহে পাঁচ থেকে সাত দিন উড়ান চালাচ্ছিল ৷ তবে বিমানের সংখ্যা ছিল অত্যন্ত কম ৷ এবার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় যাত্রীদের আর কোনও সমস্যা থাকল না ৷ আবার আগের মতোই দিল্লি-কলকাতা রুটে ফের প্রতিদিনই চলবে বিমান। তবে মুম্বই, চেন্নাই, আহমেদাবাদ, পুণে এবং নাসিক রুটে বিমান চলাচলের ওপর আগের মতোই নিষেধাজ্ঞা জারি থাকছে।