ঐতিহাসিক সিরিজ জয়ের জন্য টিম ইন্ডিয়ার জন্য ৫ কোটির টিম বোনাস দেবে বিসিসিআই

Mysepik Webdesk: ইতিহাস গড়ে সিরিজ জিতেছে ভারত। তার পুরস্কারও তারা পেয়ে গেল। বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল (বিসিসিআই) টিম ইন্ডিয়ার পক্ষে পাঁচ কোটি টাকার বোনাস ঘোষণা করেছে।
আরও পড়ুন: রূপকথা গড়ে বদ্ধভূমি গাব্বায় সিরিজ জয় ভারতের
বিসিসিআই প্রেসিডেন্ট এদিন টুইটে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় গিয়ে এমনভাবে সিরিজ জয় অনবদ্য। ভারতের ক্রিকেট ইতিহাসে এই জয় চিরস্মরণীয় হয়ে রয়ে যাবে। ৫ কোটি টাকার টিম বোনাসের ঘোষণা করেছে বিসিসিআই। তবে, কোনও নির্দিষ্ট সংখ্যা দিয়ে এই জয়কে মূল্যায়ন করা যায় না। সফররত দলের প্রত্যেকের জন্য শাবাশি।’
আরও পড়ুন: হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ভাগবত চন্দ্রশেখর
তাছাড়া ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি জয় শাহও টিম বোনাসের ব্যাপারে টুইট করেছেন। তিনি লেখেন, ‘গোটা দেশকে অনুপ্রাণিত করেছে এই জয়।’ অধিনায়ক অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, শুভমন গিল এবং কোচ রবি শাস্ত্রীকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।