রাজ্যে প্রার্থী ঘোষণা হতেই ধাক্কা খেলো বিজেপি

Mysepik Webdesk: রবিবার রাজ্য বিজেপি তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশিত হল। এই তালিকা প্রকাশ করার আগে নয়াদিল্লিতে বৈঠকে বসেছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। চতুর্থ দফা ভোটার জন্য হাওড়া দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির তরফে রন্তিদেব সেনগুপ্ত- এর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। আর তাতেই ঘটেছে বিপত্তি। তিনি নাকি এবারের ভোটে লড়তেই চান না।
আরও পড়ুন: দেখে নিন বিজেপির তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা
বিজেপি প্রার্থী রন্তিদেবের দাবি, ‘আমি কোনও কেন্দ্র থেকে ভোটে লড়তে চাই না। দলের হয়ে শুধু প্রচার করতে চাই। আমি টিকিট চাই কি না, দলের তরফে আমাকে তা একবারও জিজ্ঞেস করা হয়নি। আমি আগেও দলীয় নেতৃত্বকে জানিয়েছি। কিন্তু কেন আমার নাম ঘোষণা হল, বুঝতে পারছি না।’
আরও পড়ুন: চাপড়ায় বাস দুর্ঘটনায় ড্রাইভারসহ আহত ৩০
রন্তিদেবের এই রকম মন্তব্যে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। এখন দেখার বিজেপি ওই আসনে নতুন কাউকে প্রার্থী করে না কি রন্তিদেবেই থাকবে, সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।