নদিয়ার বেথুয়াডহরি রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

নদিয়া, ২২ সেপ্টেম্বর: নদিয়ার বেথুয়া ডহরি রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে নদিয়ায়। দেহটি পাওয়া গিয়েছে, নদিয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত বেথুয়াডহরি রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফর্মে। পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম বিক্রম ঘোষ, বয়স একুশ বছর। যুবকের বাড়ি বেথুয়াডহরি ব্রজপুর এলাকায়। মৃত যুবক একজন ছানার ব্যবসায়ী ছিলেন।
আরও পড়ুন: সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সদের আন্দোলন ক্রমশই জোড়ালো হচ্ছে নদিয়ায়
নাকাশিপাড়া থানার পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মত রবিবার ওই যুবক ছানা নিয়ে মুর্শিদাবাদের কয়েকজনের সঙ্গে ছোট গাড়ি করে কলকাতায় ছানা বিক্রি করার গিয়েছিলেন। তার পরিবার জানিয়েছে, ঐদিন রাতে তিনি আর বাড়ি ফেরেননি। এদিকে গতকাল ভোর পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ রক্তাক্ত অবস্থায় ওই যুবককে বেথুয়া ডহরি রেলস্টেশন এক নম্বর প্লাটফর্মের উপর পড়ে থাকতে দেখে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা রেল পুলিশকে খবর দেয়। মৃত ওই যুবকের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। তবে কীভাবে ওই যুবকের মৃত্যু হল বা কারা এই ঘটনার সাথে জড়িত, তা জানতে সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে রেল পুলিশ।