Mysepik Webdesk: ২০২২ সালের উচ্চমাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে বড়োসড়ো সিদ্ধান্ত নিতে চলেছে দুই বোর্ড। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী বছর মার্চ মাসে মাধ্যমে ও এপ্রিল মাস নাগাদ উচ্ছমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। তবে, সবকিছুই নির্ভর করছে রাজ্যের করোনা পরিস্থিতির ওপর। আপাতত সিদ্ধান্ত হয়েছে, অনলাইনে নয়, বরং খাতা-কলমেই নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষা নেওয়া হবে এক দফাতেই। ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
আরও পড়ুন: প্রেমের টানে স্বামী-সন্তান ছেড়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্না দিলেন মহিলা
দুই বোর্ডের তরফ থেকেই জানানো হয়েছে, সবকিছু নির্ভর করছে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের ওপর। তিনিই পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে স্কুলের টেস্ট পরীক্ষাগুলি নেওয়া হবে কিনা, সেই সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হবে রাজ্যের স্কুলগুলির ওপরেই। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এপ্রিলের শেষে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের জন্য গতবছর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সেক্ষেত্রে স্কুলের টেস্টার মার্কসের ভিত্তিতে কড়া হয়েছিল মূল্যায়ন। সেক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দেওয়ায় এবছর আর সেই পথে হাঁটতে চাইছে না বোর্ড।
আরও পড়ুন: কার্সিয়াংয়ে খোশমেজাজে মুখ্যমন্ত্রী, খেলেন চা, কিনলেন জুতোও
আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যের স্কুলগুলি খুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শুরু হবে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠনপাঠন। ফলে, এবছর খাতায়-কলমে পরীক্ষা নিতে আর কোনও অসুবিধা হবে না বলেই মনে করছে বোর্ড। তবে, সবকিছুই নির্ভর করছে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের ওপর।