Latest News

Popular Posts

স্কুটিতে চাপিয়ে বরকে বিয়ের আসরে নিয়ে এলেন কনে

স্কুটিতে চাপিয়ে বরকে বিয়ের আসরে নিয়ে এলেন কনে

Mysepik Webdesk: বিয়ের আসর তৈরি, পুরুতমশাইও রেডি, অপেক্ষা শুধু বড়-কনের। এই পরিস্থিতিতে দেখা গেল, স্কুটির পিছনে চাপিয়ে বরকে ছাদনাতলায় নিয়ে আসছেন স্বয়ং কনে। চিরাচরিত নিয়ম ভেঙে চমকটা ছিল এখানেই। সম্প্রতি এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেনরা তাজ্জব হয়ে যাচ্ছেন। চমকপ্রদ এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের ফিরোজাবাদে।

আরও পড়ুন: দুই দলের চার খেলোয়াড় মিলে হয়ে গেলেন দুই ভারতীয় ক্রিকেটার!

ভিডিওটিতে দেখা যাচ্ছে, গা ভর্তি গয়না পরে, একেবারে পারফেক্ট মেকআপ করে নিজের স্কুটির পিছনে চাপিয়ে বরকে নিয়ে পৌঁছে যেতে দেখা যায় নিজের বাড়ির ছাদনাতলায়। কনের পরনে ছিল লাল লেহেঙ্গা ও কালো চশমা। জানা গিয়েছে, কনের নাম কাজল। অনেক ক্ষেত্রেই দেখা যায় নতুন জেনারেশনকে চিরাচরিত নিয়ম ভেঙে নতুন কিছু করতে। এক্ষেত্রেও তার ব্যাতিক্রম ছিল না। বরকেই তাঁর বাড়ি থেকে বিয়ের জন্য আনতে চলে গিয়েছিল খোদ কনে কাজলই। ফুল ছড়িয়ে নতুন বর-কনেকে বিয়ের মণ্ডপে অভ্যর্থনা জানাতেও দেখা গিয়েছে বর-কনেকে।

টাটকা খবর বাংলায় পড়তে লগইন করুন www.mysepik.com-এ। পড়ুন, আপডেটেড খবর। প্রতিমুহূর্তে খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। https://www.facebook.com/mysepik

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *