বিয়ের দিনেই বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেল কনে, তারপর …

Mysepik Webdesk: বিয়ের দিন চারিদিকে সাজ সাজ রব। বরযাত্রীও চলে এসেছে। কিন্তু হটাৎ করে বিয়ের কনেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষনের মধ্যেই জানা গেল কনে আগেই পালিয়ে গিয়েছে তার বয়ফ্রেন্ডের সঙ্গে। অবশেষে কোনও উপায় না দেখে ফিরেই আসছিল বরপক্ষ। কিন্তু আটকে দিল কনেপক্ষ। কনের ১৫ বছর বয়সী বোনের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হল বরপক্ষকে। সেই প্রস্তাব মেনে সামাজিক বিধিনিষেধ ও আইন উপেক্ষা করে অবশেষে ধুমধাম করে বিয়ে হয়ে গেল কনের ১৫ বছরের বোনের সঙ্গে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওডিশার কালাহান্ডি জেলার মালপাড়া গ্রামে।
আরও পড়ুন: দূরপাল্লার ট্রেনে বাড়ছে এসি কোচ, কমবে স্লিপার কোচের সংখ্যা

কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। নাবালিকার বিয়ের ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পরেই নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ। শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসা হয় সদ্য বিবাহিতা নাবালিকাকে। তুলে দেওয়া হয় তার দাদার হাতে। ওই নাবালিকা পুলিশের কাছে জানিয়েছে, তার ইচ্ছার বিরুদ্ধেই তাকে ওই ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়। সে দশম শ্রেণীর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে পাত্রীর বাবার দাবি, লোকলজ্জার ভয়েই তিনি এই কাজ করেছেন। তবে দুই পরিবারের তরফেই কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করা হয়নি। দুই পরিবার মিলে সিদ্ধান্ত নিয়েছে মেয়ের ১৮ বছর বয়স হলেই দু’জনের ফের বিয়ে দেওয়া হবে।