Mysepik Webdesk: গ্লাসগোয় COP26 জলবায়ু শীর্ষ সম্মেলনে বিশ্বের একাধিক মন্ত্রী, রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি তিনি সাক্ষাৎ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও। তাঁকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়াও দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, শীঘ্রই তিনি ভারতে আসবেন।
আরও পড়ুন: বিয়ে বাড়িতে গান শোনার মতো ‘গুরুতর’ অপরাধের চরম শাস্তি, তালিবানের গুলিতে ঝাঁঝরা ৪
ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিশ্বের করোনা পরিস্থিতি কিছুটা শুধরালেই তিনি এদেশে আসার পরিকল্পনা করবেন। প্রসঙ্গত, এবছরের শুরুতেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফরে আসার কথা ছিল। সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন তিনি। কিন্তু সেই সময় ভারতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও ব্রিটেনে মারাত্মক আকার ধারণ করেছিল প্রাণঘাতী ভাইরাস। সেই কারণেই তিনি তাঁর ভারত সফর বাতিল করে দেন।