আমন্ত্রণ উপেক্ষা করতে পারলেন না, ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Mysepik Webdesk: আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতে উপস্থিত থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুধু তাই নয়, প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। ব্রিটেনের বিদেশ মন্ত্রী ডমিনিক রব এদিন এমনটাই জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ২৭ নভেম্বর ফোন করে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করেছিলেন। সেই আমন্ত্রণ রক্ষা করতেই তিনি ভারতে আসছেন।
আরও পড়ুন: গত পাঁচ মাসে এই প্রথম রেকর্ড হারে কমলো করোনা আক্রান্তের সংখ্যা

বিগত ২৭ বছর পর ভারতের গণতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী উপস্থিত থাকছেন। এর আগে ১৯৯৩ সালে সেই সময়কার ব্রিটেনের প্রধানমন্ত্রী জন মেজর ২৬ জানুয়ারি গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, একইরকমভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আগামী বছর জি-৭ সামিটে আমন্ত্রণ জানিয়েছেন বরিস জনসন। আগামী বছর জি-৭ এর সন্মেলন ব্রিটেনে অনুষ্ঠিত হতে চলেছে।