অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটিকেই প্রথম ছাড়পত্র দিচ্ছে কেন্দ্র

Mysepik Webdesk: অবশেষে ৯ মাসের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। বছরের প্রথম দিনেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ভারতে ছাড়পত্র পেতে চলেছে। প্রথম করোনা ভ্যাকসিন হিসেবে সেরাম ইনস্টিটিউট উৎপাদিত এই কোভিশিল্ড টিকা নিয়েই এগোতে চলেছে ভারত। সূত্রের খবর, আগামী কাল থেকে ড্রাই রান হলেও খুব শিগগির প্রথম সারির করোনা যোদ্ধারা এই করোনা টিকা পাবেন। সেন্ট্রাল ড্রাগস কন্ট্রোলার অর্গানাইজেশন এই ভ্যাকসিন ব্যবহারে শর্তসাপেক্ষ ছাড় দিচ্ছে। অনেকে এই দিনটিকে রেড লেটার ডে বলছেন।
আরও পড়ুন: বছরের শুরুতেই বাড়ল রান্নার গ্যাসের দাম

রয়টার্স সূত্রে খবর, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটিকেই বছরের প্রথম দিনেই ছাড়পত্র দিচ্ছে কেন্দ্র। ফলে ব্রিটেন এবং আর্জেন্টিনার পরে ভারতই হবে অক্সফোর্ড ভ্যাকসিন ব্যবহাকারী তৃতীয় দেশ।
আরও পড়ুন: ALERT! ১ জানুয়ারি থেকে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে নিয়মের

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটির ছাড়পত্র মিললেই প্রতিটি রাজ্যের স্বাস্থ্যদফতরের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বিশেষজ্ঞদের কমিটি। প্রথম দফায় ভ্যাকসিন পাবেন এক কোটি স্বাস্থ্যকর্মী, দুই কোটি ফ্রন্টলাইন কর্মী এবং ২৭ কোটি প্রবীণ নাগরিক। এই ভ্যাকসিনের দুটি করে ডোজ দিতে হয়। একবার ভ্যাকসিন দেওয়ার চার সপ্তাহ পরে আরেকবার় ডোজ দেওয়া যায়।