এবছর রেড রোডে হচ্ছে না পুজোর কার্নিভাল, নেতাজি ইনডোরে জানালেন মুখ্যমন্ত্রী

Mysepik Webdesk: করোনা আবহের কারণে এবছর রেড রোডে হচ্ছে না পুজোর কার্নিভাল। বৃহস্পতিবার পুজো উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শহরের পুজো কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে তিনি করোনা পরিস্থিতির মধ্যে কীভাবে দুর্গাপূজা করা যেতে পারে, তা নিয়ে একগুচ্ছ গাইডলাইন দিলেন। পাশাপাশি তিনি জানালেন, করোনা পরিস্থিতির কারণে এবছর রেড রোড পুজো কার্নিভ্যাল বন্ধ রাখা হবে।
আরও পড়ুন: বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী
পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এদিন আরও জানালেন, এ বছর দুর্গাপুজোর জন্য পুজো কমিটিগুলির থেকে কোনও ট্যাক্স নেবে না পুরসভা এবং পঞ্চায়েত। পাশাপাশি প্রতিটি পুজো কমিটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। উল্লেখ্য, ২০১৮ সাল পর্যন্ত দুর্গাপুজো কমিটিগুলিকে ১০ হাজার টাকা করে দিত নবান্ন। এরপর সেই টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয় এবং বিদ্যুত বিলে ২৫ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।