‘যদি আমাকে পছন্দ না হয়, তাহলে ভোট দেবেন না’, তফসিলি জাতি–উপজাতি সম্মেলনে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী

Mysepik Webdesk: ভরা সভায় বক্তৃতা দিতে গিয়ে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী। এদিন কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে দলের তফসিলি জাতি–উপজাতি সম্মেলনের একটি সভায় হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সভায় বক্তৃতা রাখতে গেলে উপস্থিত জনতাকে মধ্যে অনেকেই ব্যারিকেট ভেঙে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। শুধু তাই নয়, ভাষণ শুরু করতেই কেউ কেউ আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার জন্য উঠে দাঁড়িয়ে পড়েন। দর্শকাসন থেকে উড়ে আসে নানান দাবিদাওয়া। আর এই ঘটনার পরেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: অবশেষে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কাটল বারাসতে মেট্রোর জমিজট

তারপরেই মেজাজ হারিয়ে মুখ্যমন্ত্রী দর্শকদের উদ্দেশ্যে বলেন, “আর চার পাঁচ দিনের মধ্যেই ভোটের দিন ঘোষণা হবে। এখন এত কিছু চাইলে হবে না। কয়েকটা বিজেপি-সিপিএম লোকেদের কথা শুনে এরকম করে কোনও লাভ নেই। ভোটের আগে ব্ল্যাকমেল করবেন না।” এরপরেই তিনি বলে ওঠেন, “কী দেওয়া হয়নি বলুন তো? সবুজসাথী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, বিনামূল্যে রেশন থেকে সব সুবিধাই পাচ্ছে রাজ্যবাসী। এতকিছুর পরেও কেন ভোটের আগে যা ইচ্ছা তাই চাওয়া হচ্ছে? এতো কিছুর পরেও যদি আমাকে পছন্দ না হয়, তাহলে আমায় ভোট দেবেন না। বাকিদের ভোটেই আমাদের সরকার তৈরি হয়ে যাবে।” পরে অবশ্য সভার শেষে মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা ওই দু’জনের সঙ্গে কথা বলতে চেয়ে তাদের ডেকে পাঠান তিনি।