Mysepik Webdesk: মুর্শিদাবাদ জেলায় বুধবার প্রশাসনিক বৈঠক করতে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ মুর্শিদাবাদ জেলা সদর বহরমপুর রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠক শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার প্রশাসনিক বৈঠক সেরে এদিন বহরমপুর মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠক শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের এই মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠকের দিকে তাকিয়ে মুর্শিদাবাদ জেলা তথা রাজ্যবাসী সকলেই।
আরও পড়ুন: সেনা কপ্টার দুর্ঘটনার খবরে তড়িঘড়ি বৈঠক শেষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
তামিলনাড়ুতে সেনা কপ্টারের দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি মালদায় প্রশাসনিক বৈঠক শেষ করেছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠক চলাকালীন তিনি সেনার কপ্টার ভেঙে পড়ার খবর পান। তারপরেই তিনি বলেন, “একটি চরম দুঃখজনক খবর এসেছে। দুঃখ প্রকাশের ভাষা আমাদের নেই। এখনও পর্যন্ত যেটুকু আলোচনা হয়েছে তা হয়েছে। আজকের বৈঠক আমি এখানেই শেষ করছি।” তারপরেই বৈঠক শেষ করে বেরিয়ে যান তিনি।