সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে চিনা ফৌজের অনুপ্রবেশ, পাকড়াও করল ভারতীয় সেনা

Mysepik Webdesk: এলএসি বা প্রকৃত নিয়ন্ত্রনরেখা অতিক্রম করে বেআইনিভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার অপরাধে পাকড়াও করা হয়েছে এক চিন-সেনাকে। বর্তমানে তাকে ভারতীয় সেনার হেফাজতে রাখা হয়েছে। ভারতীয় সেনার পক্ষ থেকে ইতিমধ্যেই চিনকে এই বিষয়ে জানানো হয়েছে। ভারতীয় সেনা সূত্রে খবর, কী কারণে ওই চিন-সেনা ভারতে প্রবেশ করেছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি যাবতীয় প্রোটোকল মেনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: আগামী ১৬ জানুয়ারি থেকে ভারতে করোনা টিকা প্রদান

সূত্রের খবর, গতকাল অর্থাৎ ৮ জানুয়ারী প্যাংগং সো লেকের দক্ষিণ দিকের এলাকায় রেজাং লা থেকে এক চিনা ফৌজিকে পাকড়াও করে ভারতীয় সেনা। ঠিক ওই সময় ওই এলাকায় ভারতীয় সেনারা ডিউটি করছিলেন। ভারতীয় সেনার আধিকারিকরা জানিয়েছেন, যদি ওই চিন-সেনা ভুল করে ভারতের সীমান্তে ঢুকে পড়ে, তাহলে যাবতীয় প্রোটোকল মেনেই তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, এর আগে গত অক্টোবরে ভুল করে এক চিন-সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। সেই সময় সে অসুস্থ বোধ করায় তাকে অক্সিজেন, খাবার, গরম পোশাক এবং যাবতীয় চিকিৎসা পরিষেবা দিয়ে সাহায্য করা হয়েছিল। পরে প্রয়োজনীয় তদন্তের পর তাকে প্রোটোকল মেনেই চিন-সেনার হাতে তুলে দেওয়া হয়।