প্রবল ঠান্ডায় লাদাখে অসুস্থ হয়ে পড়ছে চিন-সেনা!

Mysepik Webdesk: লাদাখে বাড়ছে ঠান্ডা। তবুও সীমান্তে অস্থিরতা কমার কোনও নামগন্ধ নেই। নিজেদের জায়গায় একটানা ঠায় বসে রয়েছে দু’দেশের সেনা। পূর্ব লাদাখের ফিঙ্গার এলাকায় প্যাংগং লেকের ধারে ফিংগার ৪-এ ভারতীয় সেনা এবং চিন সেনা অত্যাধুনিক অস্ত্র মজুত করে রেখেছে। সর্বভারতীয় সংবাদ সংস্থা হিন্দুস্তান টাইমস-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সেনাদের দাবি, ইদানিং তাঁরা লক্ষ করছে চিনের মেডিক্যাল টিম প্যাংগং সো-এর উত্তরে স্ট্রেচারে করে কিছু সেনাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: করোনা টিকা তৈরির অনুমোদন পেয়েছে ভারতের সাতটি সংস্থা
ভারতীয় সেনার দাবি, যত ঠান্ডা পড়বে, ওই এলাকায় বসে থাকা দু’দেশের সেনার পক্ষে আরও কষ্টকর হয়ে উঠবে। তবে ভারতীয় সেনা সূত্রের খবর, তাঁরা যেকোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য পর্যাপ্ত ওষুধ, পথ্য মজুত রেখেছে। তাছাড়া ওই এলাকায় চরম ঠান্ডার মধ্যে তাঁরা ইতিমধ্যেই অভ্যস্ত হয়ে উঠেছেন। আসন্ন শীতের মরশুমে ইতিমধ্যেই লাদাখে থাকার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় সেনা। ভরা শীতের মধ্যেও অন্তত ৫০ হাজার ভারতীয় জওয়ান পূর্ব লাদাখে থাকবেন বলে জানা গিয়েছে।