Mysepik Webdesk: ইউক্রেনে রাশিয়ার হামলার পর সারাবিশ্বে আতঙ্ক বিরাজ করছে। ক্রীড়াবিশ্বেও এর প্রভাব পড়ছে। ইউক্রেনের অনেক খেলোয়াড় ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সুর ধরেছেন। রাশিয়ার প্রেসিডেন্টের বিরোধিতা করছেন তাঁরা। ইউক্রেনের আক্রমণের জেরে ক্ষুব্ধ ভারতীয় খেলোয়াড়রাও। টোকিও প্যারালিম্পিক ২০২০-তে ভারতের হয়ে হাই জাম্পে ব্রোঞ্জ পদক জেতা শরদ কুমারের কোচ ইউক্রেনের বাসিন্দা।
আরও পড়ুন: ইউক্রেনে প্রবেশ করল রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক সেনা ইউনিট
শরদ কুমারের কোচ নিকিতিন ইউক্রেনের খারকিভে থাকেন। এই খারকিভকে তাঁর দ্বিতীয় বাড়ি বলে মনে করেন শরদ। নিকিতিন গত ৫ বছর ধরে তাঁর কোচ। রাশিয়া খারকিভ আক্রমণ করতেই শারদ কোচকে নিয়ে দুশ্চিন্তা বেড়ে যায়। ফোনে নিকিতিনের সঙ্গে কথাও বলেন তিনি। শারদ টুইট করে লিখেছেন, “আমি ইউক্রেনের খারকিভে আমার কোচের সঙ্গে কথা বলেছি। তাঁর খুব মন খারাপ। তিনি তাঁর বাড়ি থেকে বোমার শব্দ শুনতে পাচ্ছেন। আন্ডারগ্রাউন্ড গ্যারেজে গিয়ে নিজের প্রাণ বাঁচানোর কথা ভাবছেন তিনি।”