করোনার ভ্যাকসিন নিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব

Mysepik Webdesk: রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস করোনাভাইরাসের টিকা নিয়েছেন। গত বৃহস্পতিবার নিউইয়র্ক সিটি পাবলিক স্কুল টিকা গ্রহণ করেন। রাষ্ট্রসংঘের ওয়েবসাইট থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, ভ্যাকসিন নেওয়ার পর কৃতজ্ঞতা স্বীকার করেন ৭১ বছর বয়সি গুতেরেস।
আরও পড়ুন: করোনার নতুন স্ট্রেইন প্রতিরোধে কার্যকর নোভ্যাক্সের টিকা!

তিনি প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান করেন যে, সকলে যেন ন্যায়সঙ্গত ভাবে করোনাভাইরাসের টিকা পান। তাছাড়াও তিনি লেখেন, এই মহামারী কালে যতক্ষণ পর্যন্ত সকলে নিরাপদ নন, এতক্ষণ আমরা নিরাপদ নই কেউই।