Mysepik Webdesk: এবার থেকে আধার কার্ড যাচাইকরণের জন্য ২০ টাকা দিতে হবে না। এই মূল্য কমিয়ে মাত্র ৩ টাকা করা হয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এমনটাই জানিয়েছে। স্বাভাবিকভাবেই এই মূল্যহ্রাস যথেষ্ট খুশির খবর বলেই মনে করছেন আধার কার্ড হোল্ডাররা।
আরও পড়ুন: মেঘালয়ের নদীতে যাত্রীবোঝাই বাস পড়ে মৃত ৬
জিএসটি রিটার্ন দাবি করার জন্য আধার কার্ড যাচাই করা বাধ্যতামূলক করেছিল কেন্দ্র। সেক্ষেত্রে প্রত্যেকবার ২০ টাকা করে দিতে হতো আধার কার্ড হোল্ডারদের। কিন্তু এবার থেকে মাত্র ৩ টাকা দিলেই হবে। UIDAI কর্ণধার সৌরভ গর্গ এই বিষয়ে বলেন, “আর্থিক প্রযুক্তির ক্ষেত্রে আধার ব্যবহারের একটা বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে। যাতে সব সংস্থা ডিজিটাল পরিকাঠামোর সুযোগ নিতে পারেন সেই জন্যই ২০ টাকা থেকে যাচাইকরণের মূল্য কমিয়ে ৩ টাকা করা হয়েছে। রাষ্ট্রের এই উদ্যোগের ফলে জনগণের জীবনযাত্রা আরও সহজতর ও সম্মানীয় করাই আমাদের উদ্যেশ্য।”