আত্মনির্ভর ভারত গড়তে দেশের চিরাচরিত শক্তিকে আরও জোরদার করতে হবে: প্রধানমন্ত্রী

Mysepik Webdesk: চতুর্থ ইন্ডিয়া এনার্জি ফোরাম CERAWeek-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি তাঁর ভাষণে আত্মনির্ভর ভারত গড়ার জন্য দেশের চিরাচরিত শক্তিকে আরও জোরদার করার কথা বলেন। সোমবার তিনি বলেন, “করোনাভাইরাস অতিমারীর জন্য বিশ্বজুড়ে শক্তির চাহিদা এক-তৃতীয়াংশ কমে গিয়েছে। তবে দীর্ঘকালীন সময়ের ক্ষেত্রে শক্তি উত্পাদন দ্বিগুণ হয়ে যাবে।”
আরও পড়ুন: এবার যাত্রীদের লাগেজ বাড়িতে পৌঁছে দেবে রেল, থাকছে আরও কয়েকটি সুবিধে
প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারতের শক্তি ভাবনার লক্ষ্য শক্তিক্ষেত্রের প্রতি সুবিচার করা। আমাদের এনার্জি সেক্টর হবে বৃদ্ধিকেন্দ্রিক, শিল্পবান্ধব ও পরিবেশ সচেতন। এই কারণেই পরিবর্তনযোগ্য শক্তি উত্পাদনে ভারতই হল বিশ্বের মধ্যে অন্যতম সক্রিয় দেশ।” প্রধানমন্ত্রীর দাবি, “গত ৬ বছরে ১১ মিলিয়নেরও বেশি LED স্ট্রিট লাইট বসানো হয়েছে। এর ফলে বছরে ৬০ বিলিয়ন ইউনিট শক্তি সঞ্চয় করা সম্ভব হচ্ছে। এর ফলে বার্ষিক ৪.৫ কোটি টন কার্বন-ডাই-অক্সাইড অর্থাত্ গ্রিন হাউস গ্যাস নির্গমনও কমেছে।” সেই কারণে এ বছর ভারত বছরে ২৪,০০০ কোটি টাকার শক্তির খরচ বাঁচাতে পেরেছে।