Mysepik Webdesk: মঙ্গলবারের তুলনায় বুধবার দৈনিক কোভিড সংক্রমণ ৯ হাজারের গণ্ডি ছাড়াল। মঙ্গলবার যেখানে দৈনিক সংক্রমণের সংখ্যাটা ছিল ৬ হাজার ৩৫৮ জন, বুধবার সেই সংখ্যা বেড়েছে প্রায় ৪৪ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯৫ জন। পাশাপাশি দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮১ জন। এর মধ্যে শুধুমাত্র দিল্লিতেই আক্রান্তের সংখ্যা ২৩৮। মহারাষ্ট্রে ১৬৭ জন।
আরও পড়ুন:দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন, নক করেছে গোয়া ও মণিপুরেও
ওমিক্রন আক্রান্তের সংখ্যার নিরিখে এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে গুজরাত। গুজরাতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৭৩। এছাড়াও কেরলে ৬৫, তেলেঙ্গানায় ৬২, রাজস্থানে ৪৬, কর্নাটকে ৩৪, তামিলনাড়ুতে ৩৪ জন আক্রান্ত হয়েছে। এ রাজ্যেও আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১ জন। ওমিক্রন আক্রান্তের ক্রমবর্ধমান সংখ্যা রুখতে ইতিমধ্যেই দিল্লিতে মিনি লকডাউন জারি হয়েছে। রাজধানীতে জারি করা হয়েছে ‘হলুদ’ সতর্কতা। বন্ধ রাখা হয়েছে অফিস, স্কুল-কলেজ। এছাড়াও দিল্লিতে সিনেমা, মাল্টিপ্লেক্স, জিম বন্ধ রাখা হয়েছে। বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেজরিওয়ালের সরকার।