কন্যাসন্তান এলো বিরুষ্কার সংসারে

Mysepik Webdesk: কন্যাসন্তানের বাবা হলেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলনায়কের স্ত্রী অনুষ্কা শর্মা এদিন কন্যাসন্তানের জন্ম দিলেন। বিরাট কোহলি টুইট করে জানালেন যে, তাঁদের ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। বিরুষ্কার এই সুসংবাদে খুশি তাঁদের অনুগামীরা। গোটা দেশের মানুষ এখন অভিনন্দন জানাচ্ছেন বিরুষ্কাকে। বলাই বাহুল্য যে, ক্রীড়াজগৎ এবং সিনেমা জগতে এখন খুশির হাওয়া।
আরও পড়ুন: হায়দরাবাদের রাজপরিবারের সদস্যের সঙ্গে ওয়েব দুনিয়ায় জুটি বাঁধছেন প্রসেনজিৎ
এদিন বিরাট কোহলি টুইটে লেখেন, ”আজ বিকেলে আমাদের কন্যাসন্তান হয়েছে। এ কথা আপনাদের জানাতে খুবই রোমাঞ্চিত বোধ করছি। আপনাদের ভালোবাসা, প্রার্থনা আর শুভেচ্ছার জন্য ধন্যবাদ।” তাঁর টুইট থেকেই জানা গিয়েছে যে, সন্তান এবং অনুষ্কা দুজনেই সুস্থ রয়েছেন।
আরও পড়ুন: জন্মদিনে নতুন ছবির ঘোষণা, দীপিকার সঙ্গে জুটি বাঁধছেন হৃতিক