আবু ধাবি বিমানবন্দরের কাছে বিস্ফোরণে মৃত দু’ই ভারতীয়র পরিবারের পাশে রয়েছে ভারত সরকার। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহীতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত একথাই জানালেন। এদিন ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় সুধীর জানান, “ভারত সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে। তাঁদের পরিবারকে যথাসাধ্য সাহায্য করা হবে।” এদিকে ড্রোন আবু ধাবি বিমানবন্দরের কাছে ড্রোন হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে আন্তর্জাতিক মহল। দোষীদের কঠোরতম শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছে আমিরশাহীর বিদেশমন্ত্রক।
আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, মৃত অন্তত ২৬
তবে, এখনও পর্যন্ত ড্রোন হানায় মৃত ২ ভারতীয় নাগরিকের নাম-পরিচয় প্রকাশ করেনি ভারতীয় দূতাবাস। আমিরশাহীর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ বলেন, “আবু ধাবি ন্যাশনাল অয়েল কম্পানির কাছে এবং বিমানবন্দরে যারা ড্রোন হামলা চালিয়েছে, তাদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে। আমিরশাহীর পক্ষ থেকে এই ঘটনার যোগ্য জবাব দেওয়া হবে।” অন্যদিকে, বিস্ফোরণের ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনা করে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সৌদি আরবের রাজকুমার শেখ মহম্মদ বিন সলমন।
আরও পড়ুন: ডিউটির সময় শেষ! মাঝপথেই বিমান চালাতে অস্বীকার পাইলটের
প্রসঙ্গত, সোমবার আবু ধাবিতে ড্রোন হামলায় ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন ২ ভারতীয় নাগরিক ও ১ জন পাকিস্তানী নাগরিক। জানা গিয়েছে, ওই ড্রোনে হামলায় আবু ধাবিতে তিনটি তেলের ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার দায় স্বীকার করেছে ইয়েমেনের ইরান মদতপুষ্ট বিদ্রোহী হুথি গোষ্ঠী। বিস্ফোরণের আগে টুইট করে আবু ধাবিতে হামলা চালানোর ইঙ্গিত দিয়েছিলেন হুথি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ইয়ায়া সারি। ঘটনার তদন্তে নেমেছে আবু ধাবির পুলিশ।