না ফেরার দেশে বিখ্যাত ফরাসি ফ্যাশন ডিজাইনার পিয়েরে কার্ডিন

Mysepik Webdesk: চলে গেলেন ফ্যাশন জগতের সবচেয়ে পরিচিত ও বিখ্যাত নাম পিয়েরে কার্ডিন। মঙ্গলবার পশ্চিম ফ্রান্সের নেউলিতে এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিশ্বখ্যাত এই ফরাসি ফ্যাশন ডিজাইনার। তাঁর পারিবারিক সূত্র ৯৮ বছর বয়সি এ ফ্যাশন আইকনের মৃত্যু সংবাদ জানায়।
আরও পড়ুন: হোয়াইট হাউসের ডিজিটাল স্ট্যাটেজি ম্যানেজারের গুরুত্বপূর্ণ পদে কাশ্মিরী কন্যা

তাঁর পরিবার জানায়, আজ আমাদের সকলের জন্য অত্যন্ত দুঃখের এক দিন। পিয়েরে কার্ডিন আর আমাদের মাঝে নেই। তিনি ছিলেন এক মহান ফ্যাশন ডিজাইনার। আগামীদিনেও তাঁর প্রস্থানের শূন্যতা সকলেই অনুভব করবেন।
পিয়েরে কার্ডিনের বাবা ইটালি থেকে ফ্রান্সে শরনার্থী হয়ে এসেছিলেন। তাঁর হাত ধরেই এসেছিল উনিসেক্স ফ্যাশন ট্রেন্ড। ফ্যাশনকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য পিয়েরে কার্ডিনের অবদান অনস্বীকার্ষ। বিশ্বে ready-to-wear এর অগ্রদূত ছিলেন পিয়েয়ে কার্ডিন।
আরও পড়ুন: ২ হাজার বছর আগেও ছিল ফাস্ট ফুডের চল, মাটি খুঁড়ে উদ্ধার দোকানের ধ্বংসাবশেষ

১৯৫০ সালে তিনি নিজের ফ্যাশন হাউস তৈরি করেন। ১৯৫১ সালে তিনি ডিজাইন করেছিল ‘party of the century’-র ৩০টি কস্টিউম। তার পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। তাঁর নামাঙ্কিত ব্রান্ডের টাই, সিগারেট, সুগন্ধি আর মিনারেল ওয়াটার এর মতো শত শত পণ্য প্রসার পায় বিশ্বব্যাপী।