Latest News

Popular Posts

কাটছে না বাংলায় টর্নেডোর আতঙ্ক, এবার দেখা মিলল সাগরে

কাটছে না বাংলায় টর্নেডোর আতঙ্ক, এবার দেখা মিলল সাগরে

Mysepik Webdesk: মাত্র দু-সপ্তাহের ব্যাবধানে ফের দেখা মিলল টর্নেডোর। হুগলি, অশোকনগর, ব্যান্ডেল, হালিশহর, শান্তিপুরের এবার দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে দেখা গেল টর্নেডোর দাপট। এদিন আচমকা মন্দিরতলার পাশে হুগলি নদীর উপর তৈরি হয় আকস্মিক ঘূর্ণাবর্ত। ঘুরতে ঘুরতে নদীর জল উপরের দিকে উঠে যায়। প্রায় আধঘণ্টা ধরে মাঝনদীতে তাণ্ডব চালানোর পর নদীর বুকেই উধাও হয়ে যায় টর্নেডো। টর্নেডো দেখতে নদীর পরেই জমা হয়ে যায় স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: ধ্বংসের দোরগোড়ায় সুন্দরবন: ইতিহাস, প্রত্নতত্ত্ব ও আজকের বিতর্ক

স্থানীয় সূত্রে খবর, যেহেতু নদীর মাঝে এই টর্নেডোর জন্ম এবং নদীর বুকেই সেটি মিলিয়ে যায়, সেহেতু এই টর্নেডোর প্রভাবে জনবসতির কোনও ক্ষতি হয়নি। আবহবিদরা জানিয়েছেন, কোনও ছোট এলাকার হাওয়া হটাৎ করে যদি গরম হয়ে যায়, সেক্ষেত্রে উপরে থাকে ঠাণ্ডা হাওয়া। এই দুইয়ের সংস্পর্শে জন্ম নেয় স্থানীয় টর্নেডো। ছোট এলাকায় ঘুরলেও তাতে থাকে বায়ুর চাপের তারতম্য। মেঘ ঘুরতে শুরু করে। আবহবিদদের কথায় খুব সম্প্রতি এই ধরনের স্থানীয় টর্নেডোর প্রবণতা খুব বেশি লক্ষ করা যাচ্ছে।

টাটকা খবর বাংলায় পড়তে লগইন করুন www.mysepik.com-এ। পড়ুন, আপডেটেড খবর। প্রতিমুহূর্তে খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। https://www.facebook.com/mysepik

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *