মুম্বইয়ের NCB-র অফিসে আগুন, রিয়া চক্রবর্তীর তদন্ত চলছে এই অফিস থেকেই

Mysepik Webdesk: মুম্বইয়ে এক্সচেঞ্জ বিল্ডিংয়ে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর অফিসে সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল বাহিনী। দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে । তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বর্তমানে এই অফিস থেকেই রিয়া চক্রবর্তীর মাদক কাণ্ডের সঙ্গে জড়িত থাকার তদন্ত চলছে।
আরও পড়ুন: ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের জন্য আজ থেকে চলবে ৪০ টি ‘ক্লোন ট্রেন’, দেখুন তালিকা
জানা গিয়েছে, ওই বহুতলের চার তলায় আগুন লেগেছে। যুদ্ধকালীন তত্পরতার সঙ্গে দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুন ছড়িয়ে পড়া রুখতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে দমকল। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।