স্বাধীন ভারতের প্রথম সরকার নেতাজির নেতৃত্বে গঠিত হয়েছিল: নরেন্দ্র মোদি

Mysepik Webdesk: নেতাজির জন্মদিন পালনে কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুর ২ টো ৩৮ মিনিটে কলকাতার মাটি ছুঁয়েছে মোদির বিমান। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির ছিলেন পূর্ণেন্দু বসু। এদিন তিনি ভিক্টোরিয়া মেমোরিয়ালে তাঁর ভাষণের শুরুতেই তিনি ‘জয় হিন্দ’ স্লোগান দিলেন। তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আজ শুধু নেতাজির জন্ম হয়নি, ভারতের নয়া আত্মগৌরবের জন্ম হয়েছিল। নেতাজির মা কে সম্মান জানাই। বাংলার এই মাটি উপহার দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অনুকূল ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রামকৃষ্ণ পরহংসদেব, রামমোহন রায়, মা সারদাময়ী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা, প্রণব মুখোপাধ্যায়, পি সি রায়, সুরেন্দ্রনাথ রায়দের।”
আরও পড়ুন: বক্তৃতার আগেই ‘জয় শ্রী রাম স্লোগান’, বক্তব্যই রাখলেন না অসন্তুষ্ট মমতা
প্রধানমন্ত্রী আরও বলেন, “ছোটবেলায় যেদিন থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনেছি, তারপর থেকে যে কোনও পরিস্থিতিতে তাঁর নাম কানে এলেই আলাদা একটা অনুপ্রেরণা কাজ করে। তিনি এমন মহান ব্যক্তি যে তাঁর মহত্ত্ব ব্যাখা করার জন্য শব্দ কম পড়ে যাবে।” তাঁর কথায়, “স্বাধীন ভারতের স্বপ্নকে দিশা দেখিয়েছেন নেতাজি। নেতাজির আদর্শ যুবক সমাজের কাছে অনুপ্রেরণা। দেশের মানুষ আজও তাঁর নাম শুনলে আবেগপ্রবণ হয়ে পড়েন। স্বাধীন ভারতের প্রথম সরকার নেতাজির নেতৃত্বেই গঠিত হয়েছিল। তাই দেশের ১৩০ কোটি মানুষ আজও তাঁর কাছে কৃতজ্ঞ। তিনি বেঁচে থাকলে আজ ভারতের শক্তি দেখে গর্বিত হতেন তিনি। “