কেবিসি ১২-এর প্রথম ক্রোড়পতি হলেন দিল্লির নাজিয়া নাসিম

Mysepik Webdesk: জনপ্রিয় টিভি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র দ্বাদশতম সিজনে প্রথম ক্রোড়পতি হলেন নাজিয়া নাসিম। তিনি দিল্লির বাসিন্দা। গতকাল সোনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে সম্প্রচারিত হয়েছে অনুষ্ঠানটি। তিনি এদিন কোনও লাইফলাইন ছাড়াই প্রথম ১১টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। প্রথম ১২ তম প্রশ্নের সময় তিনি প্রথম লাইফলাইন ব্যবহার করেন। কোটি টাকার প্রশ্নে অর্থাৎ শেষ প্রশ্নে গিয়ে তিনি তাঁর লাইফলাইন শেষ করে ফেলেন।
আরও পড়ুন: দীর্ঘ ১০ বছর পর ফের অভিনয় জগতে ফিরছেন ‘আশিক বানায়া আপনে’র নায়িকা

তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত হন শো-এর সঞ্চালক স্বয়ং অমিতাভ বচ্চন। সিট থেকে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে তিনি নাজিয়াকে অভিনন্দন জানান। কোটি টাকা জেতার পরেও তিনি অবশ্য সেখানেই থেমে থাকেন নি। কোনও সাহায্য ছাড়াই তিনি ফের সাহস করে ৭ কোটি টাকার জ্যাকপট খেলেন। তবে উত্তরে সন্দেহ থাকার পর তিনি খেলা ছেড়ে দেন।