তুলে নেওয়া হয়েছে সংসদের ক্যান্টিনের খাবারের ভর্তুকি, একলাফে তিনগুন বাড়লো দাম

Mysepik Webdesk: এতদিন পর্যন্ত সংসদে খাবারের ওপর যে ভর্তুকি দেওয়া হত, বাজেট অধিবেশনের শুরুতেই তা তুলে নেওয়া হল। দীর্ঘ ৫২ বছর পর এমনি সিদ্ধান্তের কথা জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। আর ভর্তুকি তুলতেই দেখা গেল খাবারের দাম একলাফে বেড়ে হয়ে গেল তিন গুনেরও বেশি। এতদিন পর্যন্ত ভর্তুকিযুক্ত খাবারের ব্যবস্থাপনায় ছিল উত্তর রেলওয়ে, এবার সেই দায়িত্ব পেতে চলেছে অশোক হোটেল। আগামী শুক্রবার থেকেই কার্যকর হবে এই নতুন নিয়ম।
আরও পড়ুন: আপনি কি মাধ্যমিক পাশ? এখুনি আবেদন করতে পারেন রিজার্ভ ব্যাঙ্কের সিকিউরিটি গার্ডের চাকরির জন্য

জানা গিয়েছে, ভর্তুকি তুলে নেওয়ায় এবার সংসদে খাবারের দাম বাড়লেও প্রতিবছর সরকারের কোষাগারে প্রায় ৮ কোটি টাকারও বেশি টাকা সাশ্রয় হবে। ওম বিড়লা জানান, “ভর্তুকি তুলে নেওয়ার ফলে খাবারের দাম বাড়লেও তা বাজারের চলতি দামের থেকে কমই রাখা হচ্ছে।” জানা গিয়েছে, দাম বাড়ার ফলে এক কাপ চায়ের দাম হবে ৫ টাকা। কফি ও লেবু চায়ের দাম দ্বিগুন বেড়ে হবে যথাক্রমে ১০ ও ১৪ টাকা। অন্যদিকে নিরামিষ থলির দাম ৩০ টাকা থেকে বেড়ে হয়ে যাবে ১০০ টাকা। আমিষ বুফের দাম হবে ৭০০ টাকা। মটন বিরিয়ানির দাম বেড়ে হবে ১৫০ টাকার কাছাকাছি।