লাদাখ নিয়ে মন্তব্য করার চিনকে করা জবাব দিল বিদেশমন্ত্রক

Mysepik Webdesk: লাদাখ নিয়ে মন্তব্য করে হাতেনাতে ফল পেতে হল চিনকে। চিনের উদ্দেশ্যে কড়া প্রতিক্রিয়া দিল ভারতের বিদেশমন্ত্রক। এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব চিনের উদ্দেশ্যে বলেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কোনও অধিকার চিনের নেই। তিনি বলেন, “লাদাখ, জম্মু এবং কাশ্মীর ভারতের অংশ ছিল, আছে ও থাকবে। এটা সকলের জানা উচিৎ। তাছাড়া ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার কোনও অধিকার নেই চিনের।”
আরও পড়ুন: দেশের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া প্রয়াত
ভারত চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আর তার মধ্যেই উস্কানিমূলক মন্তব্য করে বসেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। তিনি জানান, “ভারত বেআইনিভাবে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে। ভারতের এই সিদ্ধান্তকে মান্যতা দেয় না চিন। পাশাপাশি অরুণাচল প্রদেশ ভারতের অংশ বলেও মানতে নারাজ চিন।” তাঁর একথা বলার পরেই প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।