কন্যাসন্তানের বাবা হলেন উমেশ যাদব

Mysepik Webdesk: নতুন বছরের শুরুর দিনেই বাবা হলেন ভারতীয় দলের ফাস্ট বোলার উমেশ যাদব। উমেশ যাদবের স্ত্রী তানিয়া একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এরফলে উমেশ যাদব এবং তাঁর স্ত্রী তানিয়ার জন্য ২০২১ সাল খুব বিশেষ হয়ে উঠেছে। উমেশ যাদব ইনস্টাগ্রামে এই তথ্য জানিয়েছেন। ভক্তরা এবং তাঁর সহ খেলোয়াড়রা এই ক্রিকেটারকে অভিনন্দন জানিয়েছেন। বিসিসিআই-ও টুইটারের মাধ্যমে উমেশ যাদবকে শুভেচ্ছা জানিয়েছে।
আরও পড়ুন: ২২ গজে ফিরেই স্বমহিমায় শ্রীসন্থ, ছাড়লেন না ব্যাটসম্যানদের স্লেজিং করতে

বিসিসিআই টুইটে লিখেছে, ”কন্যাসন্তানের বাবা হওয়ার জন্য উমেশ যাদবকে শুভেচ্ছা জানাই। তাঁকে শুভ কামনা করি এবং আশা করি তিনি শীঘ্রই মাঠে নামবেন।” উল্লেখ্য যে, চোটের কারণে উমেশ যাদব টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন।
আরও পড়ুন: বক্সিং ডে টেস্ট জয় দুই বিশ্বকাপ জয়ের সমতুল্য: ফারুক ইঞ্জিনিয়ার