দেশে করোনা আক্রান্তের গ্রাফ ক্রমেই নিম্নগামী, বাড়ছে সুস্থতার হার

Mysepik Webdesk: বৃহস্পতিবার দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯৫ লক্ষেরও বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৫,৫১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই সংখ্যাটি আগের দিনের থেকে প্রায় হাজারখানেক কম। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫,৩৪,৯৬৫ জন। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ৫২৬ জনের। এই নিয়ে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১,৩৮,৬৪৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪০,৭২৬ জন। দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৮৯,৭৩,৩৭৩ জন। অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা ৪,২২,৯৪৩ জন।
আরও পড়ুন: বিয়ের রাতে বধূর চুল কেটে চোখে ফেভিকুইক ঢেলে দিল বরের প্রেমিকা, তারপর…