ভারতীয় বায়ুসেনা পাবে ৮৩টি তেজস বিমান, ৪৮ হাজার কোটি টাকার চুক্তিতে কেন্দ্রীয় অনুমোদন

Mysepik Webdesk: সীমান্তে চিন এবং পাকিস্তানের আগ্রাসী গতিবিধি নজরে রেখে নতুন পদক্ষেপ নিলো কেন্দ্রীয় সরকার। নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি (সিসিএস) মোট ৪৮ হাজার কোটি টাকা ব্যয় করে ৮৩টি তেজস যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুসারে, ক্যাবিনেট হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) থেকে ভারতীয় বিমানবাহিনীর জন্য ৮৩টি তেজস যুদ্ধবিমান ক্রয় করবার অনুমোদন দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: এবার রাজাধানীতে নেতাজির ১২৫তম জন্মদিবস পালনে উদ্যোগী অবস্থানরত কৃষকরা

রাজনাথ সিংহ টুইট করেছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে সুরক্ষা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, ‘‘স্থানীয়ভাবে নকশা করা এই বিমানগুলি কেনার জন্য ব্যয় হবে ৪৮ হাজার কোটি টাকা।” উল্লেখ্য যে, চুক্তির জন্য প্রাথমিকভাবে ৫৬ হাজার ৫০০ কোটি টাকা দাবি করেছিল হ্যাল। প্রায় এক বছর ধরে দর কষাকষির পর ৪৮ হাজার কোটিতে বায়ুসেনার সংগীত এল কর্তৃপক্ষের রফা হয়। দেশীয় বাজারে এই চুক্তিকে সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি বলা হচ্ছে।