চিন সেনার দখলের আগেই পূর্ব লাদাখের নতুন ৬টি শৃঙ্গ নিজেদের দখলে নিল ভারতীয় সেনা

Mysepik Webdesk: গত ২০ দিনের মধ্যে চিনের সেনার দখলের আগেই মোট ৬টি শৃঙ্গকে নিজেদের দখলে নিল ভারতীয় সেনা। সর্বভারতীয় সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, ফিঙ্গার ফোরের কাছে নতুন ৬টি উঁচু জায়গার নিয়ন্ত্রণ নিয়েছে ভারতীয় সেনা। এর ফলে তুলনামূলক উঁচু জায়গা থেকে তুলনামূলক নিচে অবস্থান করা চিন সেনাদের কাণ্ডকারখানা ও গতিবিধির ওপর নজর রাখতে সুবিধা হবে ভারতীয় সেনার। ওই শৃঙ্গগুলি প্যাংগং লেকের দক্ষিণ থেকে উত্তরপ্রান্ত বরাবর অবস্থিত। ওই সবকটি চূড়োই রয়েছে ভারতীয় ভূখণ্ডের ভেতরে।
আরও পড়ুন: নৃশংস! গর্ভস্থ শিশুর লিঙ্গ জানতে সরাসরি স্ত্রীর পেট কাটল স্বামী
ভারতীয় সেনা সূত্রে খবর, গত ২৯ অগাস্ট থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ওই শৃঙ্গগুলিকে নিজেদের দখলে আনে ভারতীয় সেনা। মাগার হিল, গুরুং হিল, রেজাং লা, রেচিন লা, মোখপারি-সহ আরও একটি শৃঙ্গে বর্তমানে ভারতীয় সেনা অবস্থান করছে। জানা গিয়েছে তুলনামূলক উঁচু ওই শৃঙ্গগুলি চিন সেনারা দখল করার তালে ছিল। আর সেই কারণেই ভারতীয় সেনাকে ভয় দেখাতে গত কয়েক দিনে প্যাংগং লেকের দক্ষিণে তিনবার শুন্যে গুলি চালিয়েছে চিন সেনা।