চিনকে বাড়তি চাপে রাখতে তিনদিনের দক্ষিণ কোরিয়া সফরে ভারতীয় সেনাপ্রধান

Mysepik Webdesk: চিনকে আরও চাপে রাখতে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে তিনদিনের জন্য দক্ষিণ কোরিয়া সফরে গেলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। ভারতীয় সেনার পক্ষ থেকে সোমবার একটি সরকারি বিবৃতি দিয়ে জানানো হয়েছে এই কথা। ওই বিবৃতিতে বলা হয়েছে, সোমবার পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক আরও দৃঢ় করার জন্য তিন সফরে সিওল রওনা হয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে। চিনকে চাপে রাখতে ভারতের প্রতিবেশী দেশগুলিতে সফর করে তাদের সঙ্গে ভারাতের সম্পর্ক আরও অটুট করে হল তাঁর সফরের মূল উদ্দেশ্য।
আরও পড়ুন: ব্যান উপেক্ষা করেই কি PUBG খেলছেন? তাহলে চরম শাস্তির মুখে পড়তে চলেছেন আপনি
জানা গিয়েছে, সেখানে গিয়ে তিনি দক্ষিণ কোরিয়ার জাতীয় শহিদ স্মারক ও ওয়ার মেমোরিয়াল পরিদর্শন করবেন। পাশাপাশি তিনি একাধিক উচ্চ পর্যায়ে বৈঠক করবেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান চেয়ারম্যান অফ জয়েন্ট চিফস অফ স্টাফ ও ডিফেন্স এক্যুইজিসিন প্ল্যানিং অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। দু’দেশের মধ্যে সামরিক সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে আলোচনার পাশাপাশি তিনি ইনজে প্রদেশের গ্যাংওয়ন শহরে অবস্থিত কোরিয়া কমব্যাট ট্রেনিং সেন্টার এবং ডেজিওনে অবস্থিত এজেন্সি ফর ডিফেন্স ডেভেলপমেন্ট দপ্তরে যাবেন। এর আগে তিনি মায়ানমার, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলোতেও সফরে গিয়েছিলেন।