দেশের সার্বভৌমত্য রক্ষার জন্য সর্বদা তৈরি ভারতীয় সেনা, জানালেন বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদৌরিয়া

Mysepik Webdesk: এদিন ইন্ডিয়ান এয়ার ফোর্স দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দোন বায়ুসেনা ছাউনিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৮৮ তম ভারতীয় বায়ুসেনা দিবসকে স্মরণীয় করে রাখতে এদিন দুটি চিনুক হেলিকপ্টার ওড়ানো হয়। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া বলেন, ভারতীয় বায়ুসেনা প্রতিনিয়ত উন্নতি করে চলেছে। দেশের সার্বভৌমত্য রক্ষার্থে এবং দেশকে যে কোনও পরিস্থিতিতে বাঁচাতে তাঁরা বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, ভারত-চিন সীমান্তে চিনের আগ্রাসনের বিরুদ্ধে ভারত যেভাবে কড়া জবাব দিয়েছে, তার প্রশংসা করেন তিনি। পাশাপাশি ভারতীয় বায়ুসেনা যেভাবে সেনার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছে, তার জন্য ভারতীয় বায়ুসেনারও প্রশংসা করেছেন তিনি। তিনি জানান, এই বছরটা কিছুটা ভিন্ন। একে করোনা আবহ, তার ওপর চিনের সঙ্গে ভারতের সীমান্তে বিবাদ, এই কঠিন পরিস্থিতিতেও ভারতীয় সেনা তাদের কর্তব্যে অবিচল থেকেছে। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনাপ্রধান জেনারেল এমএম নরভান, নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং।