কাশ্মীর সীমান্তে পাক-অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা

Mysepik Webdesk: কাশ্মীরের শান্ত পরিবেশ অশান্ত করার অপচেষ্টায় প্রায়ই পাক-জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করে। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের খবর অনুযায়ী, এই মুহূর্তে প্রায় ৩০০ জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভারতীয় সেনাদের তৎপরতায় জঙ্গিদের সেই উদ্দেশ্য সফল হয় না। এবারেও একই ভাবে জঙ্গি অনুপ্রবেশ রুখতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা।
আরও পড়ুন: ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, পাক-সেনার ছোড়া গুলিতে ৪ নাগরিক-সহ মৃত ৭

কাশ্মীরে কুপওয়ারায় কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এদিন ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করে বেশ কয়েকজন পাক জঙ্গি। কিন্তু তাদের সেই প্রচেষ্টা রুখে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে আগেভাগেই বাহিনী সতর্ক হয়ে যায়। এরপরই বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে এলোপাথাড়ি গুলি ধেয়ে আসে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে। গুলির পাল্টা জবাবে গুলি চালায় ভারতীয় সেনাও। রুখে দেওয়া সম্ভব হয় অনুপ্রবেশ।