Mysepik Webdesk: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পাকিস্তানের বিরুদ্ধে ৩-১ গোলে অসাধারণ জয় পেয়েছে ভারত। পাকিস্তানকে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সহ-অধিনায়ক হরমনপ্রীত সিং। তিনি ম্যাচের অষ্টম মিনিটে গোল করে পাক দলের ওপর চাপ সৃষ্টি করেছিলেন। এছাড়াও ৫৩ মিনিটে হরমনপ্রীত আরও একটা গোল করে ভারতের পক্ষে ম্যাচটি জয় সহজ করে দেন। দু’টি পেনাল্টি কর্নারকে রূপান্তরিত করার প্রধান কারিগর তিনিই।
আরও পড়ুন: বেস্ট ফিমেল ডেভিউ-র খেতাব শ্যুটার অবনী লেখারার
ভারতের তৃতীয় গোলটি করেন আকাশদীপ সিং। আকাশ ম্যাচের ৪২ মিনিটে একটি ফিল্ড গোল করে ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন। চলতি টুর্নামেন্টের এটি ছিল আকাশদীপের দ্বিতীয় গোল। এহেন আকাশদীপ টোকিও অলিম্পিকে দলে জায়গা পাননি। দুই অর্ধে ভারতীয় দল আধিপত্য বিস্তার করে খেলে। ভারত আরও বেশি ব্যবধানে জিততে পারত যদি না পাকিস্তান গোলরক্ষক মাজার আব্বাস থাকতেন। তিনি অবধারিত কিছু গোল বাঁচিয়েছিলেন।
আরও পড়ুন: কলকাতায় আত্মঘাতী জাতীয় স্তরের শ্যুটিং চ্যাম্পিয়ন কণিকা লায়েক, শোকপ্রকাশ অভিনেতা সোনু সুদের

ভারত বর্তমানে তিনটি ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। পাঁচটি দেশের রাউন্ড-রবিন টুর্নামেন্টে রবিবার জাপানের বিরুদ্ধে খেলবে ভারত। দুই ম্যাচে পাকিস্তানের এখন পয়েন্ট মাত্র ১। মাস্কাটে আয়োজিত সর্বশেষ এই প্রতিযোগিতা যৌথভাবে জয়ী হয়েছিল ভারত ও পাকিস্তান। বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারেনি। শেষবার ভারত এবং পাকিস্তান উভয় দলই এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফির লিগ পর্বে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ভারত জয়ী হয়েছিল ৩-১ ব্যবধানে।