কমছে না সুদের হার, ‘ভুল করে জারি বিজ্ঞপ্তি’ তুলে নিল কেন্দ্র

Mysepik Webdesk: কেন্দ্রীয় সরকার স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ, ১ এপ্রিল সামাজিক সোশ্যাল মিডিয়া সাইটের মাধ্যমে এই সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা করেছিলেন। এর ফলে ২০২০-২১ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে সুদের যেমন হার ছিল, তা-ই থাকবে।
আরও পড়ুন: গুজরাতে বাড়ছে করোনার দাপট, চার শহরে নাইট কারফিউর সময়কাল ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হল
এদিন সকালে এক টুইটবার্তায় অর্থমন্ত্রী বলেন, ‘‘২০২০-২১ সালের শেষ ত্রৈমাসিকে যে হারে কেন্দ্রীয় সরকারের স্বল্প সঞ্চয়ের প্রকল্পে সুদ পাওয়া যেত, সেই একই হার বজায় থাকবে। সুতরাং ২০২১ সালের মার্চ মাসে যে হারে সুদ মিলত, সেই একই হারের সুদ পাওয়া যাবে। ভুলবশত যে নির্দেশ জারি করা হয়েছিল, তা তুলে নেওয়া হবে।’’ উল্লেখ্য, গতবছরের ১ এপ্রিল সরকার ক্ স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার হ্রাস করেছিল। সুদের হার ১.৪০% কমানো হয়েছিল।