শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ হয়নি, সঙ্কটে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

Mysepik Webdesk: প্রায় তিন সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছে প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গত ৬ অক্টোবর করোনা আক্রান্ত হয়ে মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। পরে করোনামুক্ত হলেও তাঁর শারীরিক অবস্থা ধীরে ধীরে আরও সঙ্কটজনক হতে থাকে। অষ্টমীর রাত থেকে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হওয়া শুরু হয়।এখনও পর্যন্ত তাঁর সচেতনতার কোনও উন্নতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকদের মতে পরিস্থিতি মোটেই আশাপ্রদ নয়।
আরও পড়ুন: ৫৫ বছরে পা রাখলেন বলিউড বাদশা শাহরুখ খান, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

গতকাল রাতে অভিনেতার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল টিমের প্রধান চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, চিকিৎসকদের যাবতীয় চেষ্টা সত্ত্বেও সৌমিত্রবাবুর অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা যায়নি। যেটা তাঁদেরকে যথেষ্ট চিন্তায় রেখেছে বলে উল্লেখ করেন তিনি। রবিবারও তা নিয়ন্ত্রণে না আসায় অভিনেতার হিমোগ্লোবিনের মাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে। কমেছে কমে যায় প্লেটলেটসও। পরিস্থিতি সামাল দিতে ৪ ইউনিট রক্তও দিতে হয় তাঁকে। সিটি অ্যাঞ্জিওতে ব্যবহৃত ডাই শরীর থেকে বের করে দিতে এ দিন অভিনেতার ডায়ালিসিসও করা হয়। তবে কোভিড রিলেটেড এনসেফালোপ্যাথি এবং স্নায়বিক অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় এখনও আচ্ছন্ন ভাব কাটেনি তাঁর।