৪ অক্টোবর থেকে রবিবারেও চলবে কলকাতা মেট্রো, বাড়ানো হয়েছে সংখ্যাও

Mysepik Webdesk: এবার রবিবারেও চালু থাকবে কলকাতা মেট্রো পরিষেবা। আগামী ৪ অক্টোবর রবিবার থেকেই শুরু হচ্ছে এই পরিষেবা। জানা গিয়েছে, রবিবার মোট ৫৮ টি মেট্রো চলবে। সেগুলির মধ্যে ২৯টি আপ ও ২৯টি ডাউন চলবে। পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য সোমবার থেকে আরও বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যা। সোমবার থেকে ১১০ টির বদলে মেট্রো চলছে মোট ১১৬টি।
আরও পড়ুন: রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়
সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি রেখে যাত্রী সংখ্যা করা হয়েছে ৪০০ জন। তবে মেট্রো রেলের সংখ্যা বাড়া ফলে প্রতিটি রেখে যাত্রী সংখ্যা বারিয়ে ৫৬০ জন করা হয়েছে। পুজোর মরসুমে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। রবিবার মেট্রো পরিষেবা শুরু হলেও সপ্তাহের বাকি ছটা দিন এখনকার মতোই থাকবে ট্রেনের সংখ্যা।
আরও পড়ুন: আদিবাসী পরিবারকে সাহায্য সিপিআইএমের
এছাড়াও রবিবার প্রবীণ নাগরিকদের জন্য গোটা দিন তাঁদের কারও ই-পাস প্রয়োজন হবে না। অন্যান্য দিন অফিস টাইম বাদে যেমন ই-পাসের প্রয়োজন হত না, ঠিক তেমনি রবিবারও আর প্রয়োজন হবে না।