Mysepik Webdesk: সোমবার সাতসকালে ফের ভূমিকম্প আঘাত হানল লাদাখে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে ওই কম্পনের কম্পনের মাত্রা ছিল ৪.২। লাদাখের কার্গিল থেকে ৪১১ কিমি দূরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। সোমবার ঠিক সকাল ৭ টা ২৮ মিনিটে ভূমিকম্প আঘাত অনুভূত হয় কার্গিল এলাকায়। মাটি থেকে ১৫০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।
আরও পড়ুন: উত্তরপ্রদেশের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৭
রবিবারও কেঁপে উঠেছিল কার্গিলের একাংশ। রিখটার স্কেলে ওই ভূকম্পনের মাত্রা ৪.৭। ভোর ৩ টে ৩৭ মিনিটে গতকাল এই এই কম্পন অনুভূত হয়। জিওলজিস্টদের মতে বারবার ছোট ছোট কম্পন আগামী দিনে বড় বিপর্যয়ের ইঙ্গিত হতে পারে।