পিছিয়ে গেল আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ

Mysepik Webdesk: করোনা ভাইরাসের জেরে বার বার পিছিয়ে গিয়েছে আয়কর জমা দেওয়ার তারিখ। ফের একবার পিছিয়ে গেল আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ। আয়কর দপ্তরের ঘোষণা অনুযায়ী, অর্থবর্ষ ২০১৯-২০ এর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ করা হয়েছে আগামী ৩১ জানুয়ারী পর্যন্ত। এর আগে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করা হয়েছিল ৩১ ডিসেম্বর।
আরও পড়ুন: এবার অন্যান্য দেশে মিসাইল রপ্তানি করবে ভারত
ইনকাম ট্যাক্সের দেওয়া তথ্য অনুযায়ী ২৯ ডিসেম্বর পর্যন্ত মোট ৪.৫৪ কোটি টাকা আয়কর রিটার্ন জমা পড়েছে। এখনও পর্যন্ত ১.৫৬ লাখ কোটি টাকা রিফান্ড দিয়েছে আয়কর দপ্তর। উপকৃত হয়েছেন ১.৩৩ কোটি করদাতা। পয়লা এপ্রিল থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে এই টাকা রিটার্ন পেয়েছেন তাঁরা। এর মধ্যে এক লাখ কোটি টাকা কর্পোরেট ট্যাক্স রিফান্ড।