প্রয়াত হলেন ‘হিন্দ কেসরি’ প্রাপ্ত কুস্তিগীর শ্রপতি খাঞ্চনালে

Mysepik Webdesk: তাঁর সময়ের বিখ্যাত কুস্তিগীর এবং ১৯৫৯ সালে হিন্দ কেসরি খেতাব অর্জনকারী শ্রপতি খাঞ্চনালে সোমবার কোলাপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। খাঞ্চনালের ছেলে রোহিত বলেন, “বার্ধক্যজনিত সমস্যার কারণে সোমবার সকালে আমার বাবা মারা যান।”
আরও পড়ুন: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ: শীর্ষ দুইয়ে থাকতে গেলে ভারতকে ৮টি ম্যাচের মধ্যে জিততে হবে ৫টিতে

মহারাষ্ট্র সরকার তাঁকে শিবা ছত্রপতি পুরস্কারে ভূষিত করেছিল। ১৯৫৯ সালে নয়াদিল্লিতে রুস্তম পঞ্জাব বাট্টা সিংকে পরাস্ত করে শ্রপতি খাঞ্চনালে হিন্দ কেসারি খেতাব অর্জন করেছিলেন। এই খেতাব ভারতীয় কুস্তিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে বিবেচিত হয়।