লাইসেন্স বাতিল হয়ে যাচ্ছে এই ব্যাঙ্কের, জানুন কীভাবে ফেরত পাবেন টাকা

Mysepik Webdesk: যথেষ্ট মূলধনের অভাব এবং আগামী দিনে অর্থ উপার্জনের কোনও স্থায়ী পরিকল্পনা না থাকায় রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়ার তরফে মঙ্গলবার বন্ধ করে দেওয়া হয়েছে মহারাষ্ট্রের করদ জনতা সহকারী ব্যাঙ্কের সবকটি শাখা। তবে ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, ৯৯ শতাংশের বেশি ব্যাঙ্ক গ্রাহক ডিপোজিট ইনসিওরেন্স এবং ক্রেডিট গ্যারেন্টি করপোরেশনের তরফে তাদের প্রাপ্য টাকা ফেরত পাবে। পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গ্রাহকদের ফেরানো হবে।
আরও পড়ুন: কাঁচি দিয়ে স্ত্রীকে খুন করে মৃতদেহের পাশে বসেই ভিডিও গেম খেললেন যুবক

আরবিআই একটি বিবৃতিতে জানিয়েছে, ৭ ডিসেম্বর কাজের সময়ের পর থেকে আর সক্রিয় নেই এই ব্যাঙ্ক। ব্যাঙ্কের হাতেও আর কোনো ক্ষমতা নেই। ব্যাঙ্কটি বন্ধ করা এবং গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কর্পোরেশন কমিশনার এবং রেজিস্টার কো-অপারেটিভ সোসাইটির পক্ষ থেকে লোক নিয়োগ করতে বলা হয়েছে। আরবিআই-এর রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে, ব্যাঙ্ক রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯ অনুযায়ী ব্যাঙ্কের কাছে যে পরিমান ন্যূনতম মূলধন থাকা উচিত তা নেই, পাশাপাশি আগামী দিনে ব্যাঙ্কের কোনও রোজগারেরও কোনও আশা নেই। ফলে ব্যাঙ্ক চালিয়ে নিয়ে যাওয়ার কোনও প্রশ্নই নেই। তাই ব্যাঙ্কটি বন্ধ করে দেওয়ার এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।