মহানায়কের বাড়িতে ফের লাগল বিয়ে!

Mysepik Webdesk: সম্প্রতি উত্তমপৌত্র গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার সাত পাকে ধরা পড়েছে। সেই ডিসেম্বরে জমজমাট হয়ে উঠেছিল মহানায়কের বাড়ি। এবার ফের লাগল বিয়ে। কিন্তু ভাবছেন তো কার? তিনিও সম্পর্কে উত্তমকুমারে পৌত্রই হন। তবে তাঁর যোগ আসলে মহানায়েক ভাই তরুণ কুমারের সঙ্গে। তিনি আসলে তরুণ কুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায়। এবার তিনি টেলিভিশন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে মধুরেন সমাপয় বাঁধতে চলেছেন। আজই তাদের বিয়ে। তবে বৃহস্পতিবার মেহেন্দি অনুষ্ঠানের ছবি পোস্ট করেছেন ত্বরিতা।
আরও পড়ুন: মেয়েকে দূরে রাখতে পাপারাৎজিদের ঘুস !
করুণাময়ী রানি রাসমণি’তে সারদাময়ীর মায়ের চরিত্রে অভিনয় করছেন ত্বরিতা। সৌরভের সঙ্গে তিনি অভিনয় করেছিলেন ‘হৃদয়হরণ বিএ পাস’ ধারাবাহিকে। অনেকদিন ধরেই দু’জনের বন্ধুত্ব ছিল তাদের। এবার চার হাত এক হতে চলেছে। শুক্রবারই সৌরভ-ত্বরিতার চার হাত এক হচ্ছে।