বড়দিনে জাঁকিয়ে শীতের আমেজ, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

Mysepik Webdesk: আগামীকাল থেকে কলকাতা-সহ গোটা রাজ্যে কিছুটা হলেও শীতের দাপট কমবে তবে গোটা ডিসেম্বর মাস ধরে শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ উৎসবের কয়েকটা দিন বজায় থাকছে শীতের আমেজ। কলকাতা ছাড়া উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অবশ্য সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ কিংবা ৪ ডিগ্রি নীচে থাকবে। এদিকে আজও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে বেশ কয়েকটি জেলায়। পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে।
আরও পড়ুন: বিজেপির মুখ হয়ে আজ প্রথম কেতুগ্রামে সভা করবেন শুভেন্দু

আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে। গতকালের সর্বনিম্ন তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে এদিনের তাপমাত্রা। গতকাল বিকেলে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫০ থেকে ৯৭ শতাংশ। এদিকে ২৪ ডিসেম্বর নতুন করে একটি পশ্চিমী ঝঞ্জার সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীরে। এর ফলে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি যেমন জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে বৃষ্টিপাত ও তুষার পাতের সম্ভাবনা রয়েছে।