শনিবার থেকেই বঙ্গে জাকিয়ে শীত, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

Mysepik Webdesk: গত কয়েকদিন ধরে রাজ্যে তাপমাত্রার হেরফের হলেও সেরকম শীতের অনুভূতি থেকে এখনও বঞ্ছিত রয়েছে রাজ্যবাসী। তবে এবার খুশির খবর দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার অর্থাৎ কাল থেকে রাজ্যে শুরু হয়ে যাবে শীতের প্রকোপ। আর এই ঠান্ডার প্রকোপ চলবে আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত। পরিস্থিতি অনুকূল থাকলে তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত। তবে শুক্রবার রাত থেকেই রাজ্যে শৈত্যপ্রবাহ শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রী পর্যন্ত নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা আংশিক মেঘলা, কুয়াশাচ্ছন্ন থাকবে।
আরও পড়ুন: প্রস্তুতি প্রায় শেষের মুখে, কল্যাণীর এইমসএ আগামী বছরেই শুরু হবে রোগী পরিষেবা

এদিকে উত্তর-পশ্চিম ভারতের কয়েকটি রাজ্যে আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।। ওই রাজ্যগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রী পর্যন্ত নামতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ওই রাজ্যগুলিতে জাঁকিয়ে শীত পড়েছে। তবে বাংলায় এখনও পর্যন্ত শীতের সেরকম প্রভাব দেখতে পাওয়া যায়নি। কারণ হিমেল হাওয়া এ রাজ্যে ঢোকার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় এবং পশ্চিমি ঝঞ্ঝা। তবে সেই বাঁধা এবার কেটে গিয়েছে। অপেক্ষা শুধু এবার তাপমাত্রা নামার।