আগামী ৪৮ ঘণ্টায় পড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা!

Mysepik Webdesk: বৃষ্টি শুরু হয়েছিল গভীর রাত থেকেই। সকালেও বিভিন্ন এলাকাতে হালকা বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে মেঘলা আকাশ। যার জেরে আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকায় একধাক্কায় অনেকটা পড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস রাতের তাপমাত্রা অনেকটাই কমতে পারে।
আরও পড়ুন: লোকাল ট্রেনের পর এবারে চালু হতে চলেছে নন-সাবার্বান রেল পরিষেবা

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কলকাতা এবং সংলগ্ন এলাকায় রবিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে এবং সোমবার একধাক্কায় অনেকটা তাপমাত্রা পড়তে পারে। রাতের দিকে কলকাতায় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যেতে পারে। তবে তা সাময়িক হবে।’
আরও পড়ুন: গোলপাতা চাষ ও গোল গুড় উৎপাদন হতে পারে সুন্দরবন উপকূলের বিকল্প কর্মসংস্থান

রাতে ২২.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা মাঝারি পরিমাপের বৃ্ষ্টি। সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, তামিলনাড়ুর কাছে সমুদ্রের উপর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় রাজ্যে জলীয় বাষ্পপূর্ণ ঢুকেছে। সেই সঙ্গে উত্তর-পশ্চিম বায়ু আসছে। যার জেরে দু’ধরনের মেঘ তৈরি হয়েছিল, তাতে সামান্য বৃষ্টিপাত হয়েছে। তিনি আরও বলেন যে, ‘পুরুলিয়া এবং বাঁকুড়া-সহ রাজ্যের পশ্চিমাংশে পারদ ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে নেমে যাবে।’