বিমানের পাইলটের আসনে মা, কো-পাইলটের আসনে মেয়ে, তৈরি হল নয়া ইতিহাস

Mysepik Webdesk: এই প্রথমবার বিশ্বের ইতিহাসে তৈরি হল নয়া ইতিহাস। মা ও মেয়ে একসঙ্গে বাণিজ্যিক বিমান উড়িয়ে নতুন নজির সৃষ্টি করলেন। ক্যাপ্টেন সুজি গ্যারেট (৫৬) এবং তাঁর মেয়ে ডোনা গ্যারেট (২৬ ) দুজনই স্কাই ওয়েস্ট এয়ারলাইন্সে কর্মরত। সুজি গ্যারেট গত ৩০ বছর ধরে বিমান ওড়াচ্ছেন। অন্যদিকে ডোন সম্প্রতি ওয়েস্ট এয়ারলাইন্সে যোগদান করেছেন। শুধু তাই নয়, তাঁদের পরিবারের বাকি সদস্যরা অর্থাৎ ডোনার দাদা এবং বাবা দু’জনেই পেশায় বিমান চালক।
আরও পড়ুন: ভুয়ো লাইসেন্স ব্যবহার করায় ১৮৮ টি দেশে নিষিদ্ধ পাকিস্তান এয়ারলাইন্স

মেয়ের সাথে জুটি বেঁধে বিমান চালানোর পর বেশ খানিকটা নস্টালজিক হয়ে পড়েছেন মা। তিনি জানান, ৩০ বছর আগে তিনি যেদিন প্রথম বিমান চালান, সেদিন তিনি ছিলেন ডোনার বয়সীই। স্বপ্ন ও কেরিয়ার গড়ার প্রবল ইচ্ছে নিয়ে তিনি বেছে নিয়েছেন এই পেশাকেই। তাই তাঁরও ইচ্ছা ছিল, মেয়ে একদিন ওই একই পেশাকে বেছে নেবেন। অন্যদিকে সুজি জানিয়েছেন, পারিবারিক পেশা হিসাবে নয়, এই পেশার প্রতি প্রতি প্রেম ও ভালোবাসা থেকেই এই পেশাকে বেছে নিয়েছে তিনি।